চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু ভোট গণনায় উত্তেজনা: মুখোমুখি অবস্থান শিবির ও ছাত্রদলের

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০১:২৮:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০১:২৮:৩৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান চাকসু নির্বাচনের ভোট গণনা পর্বে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। বুধবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় মুখোমুখি অবস্থান নেয় শিবির ও ছাত্রদল–সমর্থিত বহিরাগত কর্মীরা, যা নিয়ে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে বিস্তর উদ্বেগ দেখা দিয়েছে।
 

সন্ধ্যা গড়িয়ে রাত সাড়ে ৯টার দিকে দেখা যায়, এক নম্বর গেটের এক পাশে শিবিরের বহিরাগত সদস্যদের উপস্থিতি এবং অপর পাশে ছাত্রদল–সমর্থিত নেতাকর্মীদের অবস্থান। প্রায় দেড় হাজার মানুষ সেখানে থাকলেও এখনো কোনো সরাসরি সংঘর্ষ হয়নি। মাঝেমধ্যে স্লোগানধর্মী হট্টগোল ভেসে এলেও পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ।
 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী মো. মনির হোসেন জানান, উভয় পক্ষ আলাদা অবস্থানে রয়েছে এবং পুলিশ ও প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন আছে। “এখনও সংঘর্ষ হয়নি, তবে পরিবেশ খুবই গরম”—বলেছেন তিনি।
 

ভোট গণনা কক্ষের বাইরে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, ঘটনাস্থলের উত্তেজনার কারণে অনেকেই ফল দেখতে কেন্দ্রে যেতে সাহস পাচ্ছেন না। বাংলা বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, “ভিতরে গণনা, বাইরে স্লোগান ও শঙ্কা—সব মিলিয়ে এক ধরনের আতঙ্ক কাজ করছে আমাদের মধ্যে।”
 

ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিবিরের বহিরাগত সদস্যরা এক নম্বর গেটে এসে উত্তেজনা সৃষ্টি করছে। চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “বহিরাগত শিবির কর্মীরা এসে উসকানিমূলক আচরণ করছে, যা নির্বাচন পরিবেশ নষ্ট করছে।”
 

অন্যদিকে শিবির সমর্থিত সম্প্রীতি জোট দাবি করেছে, উত্তেজনা শিবির নয়, ছাত্রদলের উসকানিতেই শুরু হয়েছে। জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি বলেন, “ছাত্রদল এসে স্লোগান দেয় আর উসকানি দেয়। আমরা সংঘর্ষ চাই না।”
 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে—পুলিশ, র‌্যাব ও নিজস্ব নিরাপত্তা দল প্রস্তুত। কোনো পক্ষকেই সীমা অতিক্রম করতে দেওয়া হবে না।” রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে।
 

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, এক নম্বর গেট এলাকা বর্তমানে সবচেয়ে উদ্বেগজনক। “সামান্য উসকানি পরিস্থিতিকে অন্য দিকে নিয়ে যেতে পারে,” বলেন একজন কর্মকর্তার। ভোট গণনা অব্যাহত থাকলেও ক্যাম্পাসের বাতাসে গণতন্ত্রের উৎসবের চেয়ে উদ্বেগের ছায়াই অধিকতর স্পষ্ট হয়ে উঠছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]