সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ‘মুভ আর্থ’ (Move Earth) নামে একটি গোপন অভিযান চালায়, যার লক্ষ্য ছিল গণহত্যা ও গোপন মৃত্যুদণ্ডের প্রমাণ মুছে ফেলা। রইটার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, দামেস্কের উপকণ্ঠে কুতাইফাহ (Qutayfah) এলাকায় অবস্থিত গণকবরগুলো থেকে হাজার হাজার লাশ রাতের আঁধারে ডুমাইর (Dumeir) মরুভূমিতে সরিয়ে নেওয়া হয়।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ওই অঞ্চলে ৩০টিরও বেশি নতুন খননকৃত ট্রেঞ্চ বা গর্ত শনাক্ত করা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় নিয়মিতভাবে ট্রাকভর্তি লাশবাহী কনভয় মরুভূমির দিকে যেত, যেগুলোর নিরাপত্তা দিত সামরিক ইউনিট। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই অভিযান মূলত আন্তর্জাতিক তদন্ত থেকে রাষ্ট্রীয় অপরাধের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল।
তাদের হিসাব অনুযায়ী, সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ নিখোঁজ, যাদের অধিকাংশই সরকারি বাহিনীর হাতে আটক হওয়ার পর আর ফিরে আসেননি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, “মুভ আর্থ” অপারেশনটি আধুনিক ইতিহাসে রাষ্ট্রীয় পর্যায়ে সংগঠিত অন্যতম বৃহৎ প্রমাণ-নাশের প্রচেষ্টা।