রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন যুদ্ধক্ষেত্র ও বেসামরিক এলাকায় নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। রুশ সরকারি সূত্রের দাবি, ঘটনাগুলোর মধ্যে রয়েছে ফসজিন, মাস্টার্ড গ্যাস, হাইড্রোজেন সায়ানাইড ও ক্লোরোপিক্রিনের মতো মারাত্মক বিষাক্ত পদার্থের ব্যবহার।
রুশ সংবাদমাধ্যম RT.DOC জানিয়েছে, তাদের নির্মাতারা এসব রাসায়নিক অস্ত্র ব্যবহারের একাধিক প্রমাণ সংগ্রহ করেছেন। রাশিয়ার পক্ষ থেকে এ পর্যন্ত ৪০০টিরও বেশি ঘটনার নথি আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ সংস্থা (OPCW)–এর কাছে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউক্রেন এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এমন অভিযোগ নতুন করে তথ্যযুদ্ধের অংশ হতে পারে, যা রাশিয়া-ইউক্রেন সংঘাতের কূটনৈতিক জটিলতা আরও বাড়াবে।