ইসরায়েলি কারাগারে মারওয়ান বারঘুতির ওপর নৃশংস হামলার অভিযোগ

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০১:০৪:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০১:০৪:১৬ পূর্বাহ্ন
ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতির ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি বন্দিদের গণমাধ্যম দপ্তর জানায়, রামোন কারাগার থেকে মেগিদ্দো কারাগারে স্থানান্তরের সময় ইসরায়েলি নাখশোন ইউনিটের আট সদস্য তাকে বেদম প্রহার করে। এতে বারঘুতি অজ্ঞান হয়ে পড়েন এবং তার চারটি পাঁজরের হাড় ভেঙে যায়।
 
সংস্থাটি জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সংঘটিত এই হামলা ইসরায়েলের বন্দি নীতির ভয়াবহ উদাহরণ। তবে তারা বলছে, “এই নির্যাতন বারঘুতির মনোবল ভাঙতে পারবে না।”
 
ফিলিস্তিনি বন্দিদের দপ্তরের দাবি, ঘটনাটি আন্তর্জাতিক আইন ও চতুর্থ জেনেভা কনভেনশন স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। তারা জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে—ইসরায়েলের এই অমানবিক আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য।
 
বারঘুতি ২০০২ সাল থেকে ইসরায়েলে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এবং তাকে ফিলিস্তিনের অন্যতম শীর্ষ রাজনৈতিক বন্দি হিসেবে গণ্য করা হয়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে, তাদের বন্দি বিনিময় আলোচনায় বারঘুতির মুক্তি অগ্রাধিকারে থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]