গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:৩৩:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:৩৩:৩৮ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন শুধু কোনো দলের নয়, গোটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপরিহার্য। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না। আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক। সেনাবাহিনীসহ দেশের সব নাগরিকই চায় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠিত হোক, কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশ টেকসইভাবে চলতে পারে না।”
 

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক, কর্মচারী, সুধীসমাজ ও হাজিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে আপত্তির কারণে কেউ কেউ নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করতে পারে। “আমাদের ভয়—এতে যেন নির্বাচনের আয়োজনই বন্ধ না হয়ে যায়,” যোগ করেন তিনি।
 

মির্জা ফখরুল আরও বলেন, “মানুষ এখন রাস্তায় নামছে, নানা দাবি তুলছে। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া এসব দাবি পূরণ সম্ভব নয়। আগে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, তারপর দাবিদাওয়া নিয়ে আলোচনা করা যাবে।”
 

শিক্ষকদের দাবির বিষয়ে তিনি বলেন, তাদের ন্যায়সঙ্গত দাবি বিএনপি ক্ষমতায় এলে বিবেচনায় নেওয়া হবে। “আমরা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করব, যাতে শিক্ষকদের সব সমস্যা সমাধান হয়,” জানান বিএনপি মহাসচিব।
 

সভায় স্থানীয় শিক্ষক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]