ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, জুলাই সনদে সই করবে সব দল: ড. ইউনূস

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:৩১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:৩১:৩৮ অপরাহ্ন

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “নির্বাচনের কোনো বিকল্প নেই—এটি হবেই।”
 

একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী শুক্রবার (১৭ অক্টোবর) রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করবে, যা দেশের রাজনৈতিক ঐক্যের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
 

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক অতি জরুরি বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

 ড. ইউনূসের বক্তব্যে বলেন “এটি কথার কথা নয়। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবেই। সরকার উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি নিচ্ছে।” তিনি আরও বলেন, “আশা করি আগামী ১৭ অক্টোবর সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে। এতে জাতীয় ঐকমত্যের নতুন অধ্যায় শুরু হবে।”

বৈঠকটি আহ্বান করে জাতীয় ঐকমত্য কমিশন, যার লক্ষ্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত অবশিষ্ট মতানৈক্য নিরসন ও সনদে স্বাক্ষর প্রক্রিয়া চূড়ান্ত করা।


বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]