শাহবাগ ছাড়লেন আন্দোলনরত শিক্ষকরা, কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন কর্মসূচির ঘোষণা আসছে

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৬:৩৮:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৬:৩৮:০৩ অপরাহ্ন

প্রায় আড়াই ঘণ্টা অবরোধ শেষে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় থেকে সরে গেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার (১৫ অক্টোবর) বেলা পৌনে ৫টার দিকে তারা মিছিলসহ শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যান।

এর আগে বেলা আড়াইটার দিকে শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয় এবং আশপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। শাহবাগ ছাড়ার সময় তারা জানান, সরকার বাড়িভাড়া ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, তবে তারা এতে সম্মত নন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ আন্দোলনকারীদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে, এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

রোববার ও সোমবার রাতভর শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন শিক্ষকরা। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান। তারা জানিয়েছেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]