মিরপুরে আগুন থেকে ক্লোরিন গ্যাসের ঝুঁকি, নিরাপত্তা বর্ধিত

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১০:৪৫:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১০:৪৭:৪৩ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুরে একটি কেমিক্যাল গোডাউনে গত মঙ্গলবার আগুন লাগায় সেখানে থেকে ক্লোরিন গ্যাস নির্গত হচ্ছে। আগুন নেভানো গেলেও গ্যাসের ঝুঁকি থেকে স্থানটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্যাস সম্পূর্ণ নির্গত হলে ফায়ার সার্ভিস কাজে নেমে গুদামের অন্দরমহল পরীক্ষা করবে। সংবাদে জানা যায়, আগুন লাগার সময় গোডাউনে প্রচুর রাসায়নিক পদার্থ ছিল, তাই বিস্ফোরণের আশঙ্কা থাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।
 
মিরপুর শিয়াল বাড়ির ওই কেমিক্যাল গোডাউনে মঙ্গলবার দুপুর পৌনে বারোটায় আগুন ধরে। ঘটনাস্থলে মাত্র ১৫ মিনিটের মধ্যে পৌছায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট, যাদের সাত ঘণ্টার তাত্ক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবুও ভবনের ছাদে টিনশেড ও তালা থাকায় অনেক লোক গোডামে আটকা পড়ে, যার ফলে মৃতের সংখ্যা ১৬ জনে পৌঁছেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গোডামে হাইড্রোজেন পার-অক্সাইড, ব্লিচিং পাউডারসহ সাত থেকে আট প্রকারের রাসায়নিক ছিল, যা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করেছিল।

আগুন লাগা গোডামটির পাশের পথে অবস্থিত গার্মেন্টস কর্মীরা কর্মস্থলে যোগ দেওয়ার সময় ধোঁয়ার প্রভাবে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং পুলিশ ফায়ার সার্ভিস এসে গার্মেন্টসগুলো বন্ধ করে দেয়, কর্মীদের সেখান থেকে সরিয়ে নেয়। এছাড়া, গ্যাস নির্গত এলাকা থেকে ৮০০ থেকে ১ হাজার মিটার দূরে থাকার নির্দেশ থাকা সত্ত্বেও জনসাধারণের উৎসাহে ভিড় হয়েছে।
স্থানীয়দের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্লোরিন গ্যাসের কারণে সম্ভাব্য ক্ষতিকর প্রভাব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছে।
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]