ইতালি সফর শেষ করে ঢাকায় ফিরছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১০:১০:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১০:১০:১৮ পূর্বাহ্ন

দুই দিনের সরকারি সফর শেষে ইতালি থেকে দেশে ফেরার পথে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি রোমের লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ইতালিতে অবস্থানকালে ড. ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এর সিগনেচার ইভেন্টে অংশ নেন। গত ১৩ অক্টোবর সকালে তিনি ঢাকা থেকে রোমের উদ্দেশে যাত্রা করেছিলেন। সফরকালে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই কৃষি উন্নয়ন বিষয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের খাদ্য ও কৃষি খাতে সম্ভাবনা ও সহযোগিতার সুযোগ তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]