তুর্কি জাতির ঐক্য: আজারবাইজানে ঘোষিত ৩৪ অক্ষরের একক বর্ণমালা

আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১১:৩৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১১:৩৩:০৬ অপরাহ্ন
আজারবাইজানে অনুষ্ঠিত তুর্কি ভাষাভাষী দেশগুলোর শীর্ষ সম্মেলনে ঘোষণা করা হয়েছে এক ঐতিহাসিক পদক্ষেপ—৩৪ অক্ষরের একক বর্ণমালা। এই নতুন বর্ণমালা তুর্কি ভাষাগুলোর পারস্পরিক যোগাযোগ সহজ করা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) উন্নয়নে একীভূত ভাষাগত ভিত্তি তৈরি করা এবং বহু শতাব্দীর সাংস্কৃতিক ঐক্যের স্বপ্নকে বাস্তব রূপ দিতে লক্ষ্য স্থির করেছে।
 
সম্মেলনে অংশ নেওয়া নেতারা জানিয়েছেন, এই উদ্যোগ কেবল ভাষার মিলনের প্রতীক নয়; এটি তুর্কি বিশ্বের প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতিতে যৌথ অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে। আধুনিক যুগে একীভূত বর্ণমালা ডিজিটাল সামঞ্জস্যতা ও তথ্যপ্রবাহকে ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
 
তুর্কি কাউন্সিলের তত্ত্বাবধানে গৃহীত এই সিদ্ধান্ত ভবিষ্যতে শিক্ষা, গণমাধ্যম ও গবেষণাক্ষেত্রে একটি মানসম্মত কাঠামো গড়ে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]