ইন্তেকাল করেছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের সাবেক মহাসচিব আব্দুল্লাহ ওমর নাসিফ

আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১২:৫১:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১২:৫১:৫৭ পূর্বাহ্ন
সৌদি আরবের বিশিষ্ট আলেম ও মুসলিম ওয়ার্ল্ড লীগের (এমডব্লিউএল) সাবেক মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ ওমর নাসিফ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ইসলামী জগতে একজন প্রভাবশালী চিন্তাবিদ ও সংগঠক হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন।
 
শুক্রবার জেদ্দার আল-জুফফালি মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে দেশটির ধর্মীয় ও সামাজিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাঁকে আল-আসাদ কবরস্থানে দাফন করা হয়। ইসলামী সংহতি ও বৈশ্বিক মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অবদান ব্যাপকভাবে স্মরণীয় হয়ে থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]