পাকিস্তান আফগানভূমি বিজয়ে সরাসরি হামলার হুমকি দিলো

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১১:০৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ১১:০৮:৫৩ অপরাহ্ন

পাকিস্তান আফগানিস্তানের ভেতরে সন্ত্রাসী আস্তানাগুলোতে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছে। আফগান ভূখণ্ড থেকে যেকোনো সন্ত্রাসী আক্রমণ হলে পাকিস্তান ওই এলাকায় সীমান্ত পেরিয়ে কার্যক্রম গ্রহণ করবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
 

সম্প্রতি দুই দেশের মধ্যে তীব্র সংঘাতের পর পাকিস্তানের সামরিক জনসংযোগ দফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, তারা তালেবানের ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র ও কমান্ড স্থলগুলোর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব স্থানকে ‘পাকিস্তানের মাটিতে আক্রমণকারী গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তান এসব হামলাকে সীমান্ত চৌকিতে ‘বিনা উস্কানিতে’ সীমিত এবং সুনির্দিষ্ট প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।
 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান আফগান প্রশাসনকে দায়ী করবে যদি তাদের ভূখণ্ড থেকে সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়। এছাড়া সীমান্ত এলাকায় আগামী আক্রমণের জবাব আফগানিস্তানের অভ্যন্তরে হামলার মাধ্যমে দেয়া হবে বলে হুমকি দেওয়ার তথ্য পাওয়া গেছে।
 

আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায় থেকে উভয় দেশকে সংযম ও সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে। তারা সতর্ক করে বলেছেন যে, এ ধরনের সংঘাত অব্যাহত থাকলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাবে এবং সীমান্তবর্তী বেসামরিক জনগণের জন্য মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়বে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]