সীমান্তে বিজিবির অভিযানে ৫০১ জন গ্রেফতার, উদ্ধার মালামালের মূল্য ৬০ কোটি টাকা

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৮:২৫:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৮:২৫:৩৫ অপরাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় চলতি বছরে পরিচালিত অভিযানে ৫০১ জন আসামি গ্রেফতার এবং প্রায় ৬০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
 

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
 

তিনি জানান, রংপুর রিজিয়নের অধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা বছরের শুরু থেকে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে মাদক, অস্ত্র, স্বর্ণ, চোরাচালানি পণ্যসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আকরাম হোসেন এবং সহকারী অধিনায়ক মো. রফিকুল ইসলাম।
 

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান দমন এবং সীমান্ত সুরক্ষায় সদস্যরা সর্বদা তৎপর রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]