যুদ্ধবিরতির আওতায় ইসরাইলের ফিলিস্তিনি বন্দি মুক্তি শুরু, পশ্চিম তীরে পৌঁছেছে প্রথম দল

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৪:২১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৪:২১:৩৪ অপরাহ্ন

ইসরাইল সরকার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া শুরু করেছে। বন্দিদের বহনকারী বাস ইতোমধ্যেই পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে বলে জানিয়েছে আল জাজিরা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দিকে ইসরাইলি কারাগার থেকে মুক্ত করা হয়েছে।
 

দক্ষিণ ইসরাইলের নেগেভ কারাগার থেকে গাজার উদ্দেশে বন্দি ভর্তি বাস ছাড়ার পর, মুক্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে ইসরাইলের বিচার মন্ত্রণালয়। প্রকাশিত তালিকায় দেখা গেছে, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং ২২ জন শিশু। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১০০ জনকে পশ্চিম তীরে মুক্তি দেওয়া হচ্ছে, বাকিদের গাজা ও মিশরে পাঠানো হবে নির্বাসনের জন্য। অল্পসংখ্যক বন্দিকে পূর্ব জেরুজালেমে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
 

ভোর থেকেই ফিলিস্তিনি পরিবারগুলো কারাগারের বাইরে প্রিয়জনের ফেরার অপেক্ষায় ছিল। আন্তর্জাতিক রেড ক্রসের পর্যবেক্ষণে, পুরো প্রক্রিয়া চলছে যুদ্ধবিরতি চুক্তির শর্তানুসারে। এদিকে, একই চুক্তির আওতায় হামাস ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। প্রথম দফায় সাতজনকে সকালে এবং পরবর্তী ধাপে বাকিদের রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]