জামায়াত নভেম্বরে গণভোট চায়, সংসদ নির্বাচন পেছাতে ইসিকে আহ্বান

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৪:০৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৪:০৫:৫৯ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন, তাদের দল আগামী নভেম্বরে একটি গণভোট আয়োজনের পক্ষে। পাশাপাশি, আসন্ন সংসদ নির্বাচন পেছানোর আহ্বান জানিয়েছে জামায়াত, যাতে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হয়।
 

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জামায়াতের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। অন্যদিকে, জামায়াতের পক্ষে নেতৃত্ব দেন নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের; তার সঙ্গে ছিলেন দলের শুরা সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ।
 

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জামায়াত প্রতিনিধিরা ইসিকে জানান, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা ছাড়া অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। তাই প্রথমে গণভোটের মাধ্যমে জনগণের মতামত জানার পর সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন তারা।
 

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে কমিশনের পক্ষ থেকেও দলগুলোর পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]