ঢাকায় দুই জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি, বাজুসের গভীর উদ্বেগ ও আইজিপির হস্তক্ষেপ দাবি

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৪:০৭:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৪:০৭:৪১ পূর্বাহ্ন

রাজধানীর দুটি জুয়েলার্সে পরপর সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি দ্রুত তদন্ত, চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সরাসরি হস্তক্ষেপ চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।
 

রোববার (১২ অক্টোবর) বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, চুরির ঘটনাগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে তদন্ত করা জরুরি। চিঠিটির একটি অনুলিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকেও পাঠানো হয়েছে।
 

বাজুসের তথ্যানুযায়ী, গত ৮ অক্টোবর রাতে রমনা মডেল থানার আওতাধীন ফরচুন শপিং মলের দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্সে বড় ধরনের চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৮)। অনুরূপভাবে, ৫ অক্টোবর রাতে যাত্রাবাড়ী থানার হাজী সামাদ সুপার মার্কেটের লিলি গোল্ড হাউজেও একই কৌশলে চুরি সংঘটিত হয়, যার পরদিন মামলা হয় (মামলা নম্বর: ১৪)।
 

ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, শম্পা জুয়েলার্স থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ এবং লিলি গোল্ড হাউজ থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণসহ পৌনে তিন লাখ টাকা চুরি হয়েছে। একের পর এক এমন ঘটনা রাজধানীর স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে গভীর আতঙ্কের সৃষ্টি করেছে।
 

বাজুস জানায়, এসব চুরির খবর ইতোমধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে ফলাওভাবে প্রকাশ পেয়েছে। সংগঠনটির সদস্য প্রতিষ্ঠান শম্পা জুয়েলার্স এ ক্ষতির মুখে পড়েছে। সর্বশেষ তথ্যানুসারে, ঘটনাগুলোর কোনো একটিতেই এখনো চুরি হওয়া মালামাল উদ্ধার বা সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
 

দেশের অন্যতম বৃহৎ পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠন হিসেবে বাজুস বলেছে, দায়সারা তদন্তের পরিবর্তে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সংগঠনটি জোর দাবি জানিয়েছে—চুরির ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সব অপরাধীকে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া স্বর্ণ ও অর্থ দ্রুত উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]