জুলাই সনদ বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে জাগপার স্মারকলিপি

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৩:৪৫:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৩:৪৫:৫৪ পূর্বাহ্ন

জুলাই সনদের বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টার উদ্দেশে ৭ দফা দাবি পেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। রোববার সারা দেশের জেলা প্রশাসকদের মাধ্যমে দলটির নেতারা এই স্মারকলিপি হস্তান্তর করেন। সংগঠনের সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের স্বাক্ষরিত এই স্মারকলিপি সরকারের কাছে রাজনৈতিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানায়।
 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বেড়ে যায়। তারা চায় সংস্কার, বিচার ও প্রকৃত গণতন্ত্র ফিরে আসুক; স্বৈরতন্ত্র, দুর্নীতি ও বিদেশি প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। জাগপার মতে, এবারই সুযোগ এসেছে জনগণের আস্থা ফিরিয়ে এনে রাজনৈতিক স্থিতিশীলতা গড়ে তোলার।
 

দলটির দাবি, যদি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। ৭ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই সনদের ওপর গণভোট, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, আওয়ামী আমলে সংঘটিত দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার, ভারতের সঙ্গে গোপন চুক্তিগুলো প্রকাশ ও বাতিল, আওয়ামী লীগ সংশ্লিষ্ট জোটগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, অনুপাতভিত্তিক (PR) ভোটপদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং ভারতের প্রভাবমুক্ত অবাধ নির্বাচন নিশ্চিত করা।
 

দেশব্যাপী স্মারকলিপি জমা দেন বিভিন্ন জেলার জাগপা নেতারা। তাঁদের মধ্যে ছিলেন ঠাকুরগাঁওয়ে অধ্যাপক ইকবাল হোসেন, মাদারীপুরে আসাদুর রহমান খান, নরসিংদীতে সৈয়দ মো. শফিকুল ইসলাম, চট্টগ্রামে এ এম এম আনাছ, যশোরে মো. নিজামউদ্দিন অমিত, নারায়ণগঞ্জে হাজী মো. হাসমত উল্লাহ, বগুড়ায় মো. শামীম আখতার পাইলট, দিনাজপুরে মাহবুব আলম ননী, ফেনীতে নজরুল ইসলাম বাবলু, সাতক্ষীরায় আব্দুর রহমান ফারুকী, মানিকগঞ্জে এস এম ওলিউল আনোয়ার, পঞ্চগড়ে কামাল হোসেন পাটোয়ারি এবং বরিশালে আব্দুল জলিল খাঁ প্রমুখ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]