
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে চলমান সংঘর্ষের জেরে চরমে পৌঁছেছে উত্তেজনা। এর প্রেক্ষিতে রোববার (১২ অক্টোবর) পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে তাদের প্রধান সীমান্তপথগুলো বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানি সীমান্ত কর্মকর্তারা জানান, আজ সকাল থেকেই আফগানিস্তানের সঙ্গে দুটি প্রধান বাণিজ্যিক প্রবেশপথ— তোরখাম ও চামান— সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খান— এই তিনটি ছোট সীমান্তপথও বন্ধ রয়েছে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাত্রী চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।
তবে আফগান সরকারের পক্ষ থেকে সীমান্ত বন্ধের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে সামরিক টহল বাড়িয়েছে পাকিস্তান।
এর আগে শনিবার রাতভর সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলি চলে পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধাদের মধ্যে। আফগান পক্ষ দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা শুধু জানিয়েছেন, তারা আফগান বাহিনীর ওপর ‘প্রতিশোধমূলক হামলা’ চালিয়েছেন এবং হতাহতের ঘটনা ঘটেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এ উত্তেজনা দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করছে।