প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের টিয়ারশেল, ধাওয়া-পাল্টা ধাওয়া

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৫:২৮:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৫:২৮:৫৪ অপরাহ্ন

জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে শিক্ষকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

রোববার (১২ অক্টোবর) সকালে সারাদেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় প্রেসক্লাব এলাকায় জড়ো হন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে চার দফা দাবিতে কর্মসূচি শুরু করেন। মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি, কর্মচারীদের ঈদ বোনাস ৭৫ শতাংশে উন্নীত করা এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করা।

সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫০০ টাকা বাড়ি ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হয়। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে বলেন, বাস্তবতার সঙ্গে এই পরিমাণের কোনো সামঞ্জস্য নেই। তারা জানান, শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে ২০ শতাংশ হারে বাড়ি ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে, কিন্তু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষকরা সতর্ক করে বলেন, দাবি না মানা হলে অবস্থান কর্মসূচির পাশাপাশি তারা ক্লাস বর্জনের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]