ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ: বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০১:২৭:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০১:২৯:১৪ অপরাহ্ন

সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করে ঢাকায় বড় ধরনের জমায়েত করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক-কর্মচারীরা। রোববার (১২ অক্টোবর) সকালে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
 

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সরকারের ঘোষিত ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। আমরা চাই মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হোক।” তিনি আরও জানান, দাবি না মানা হলে সারাদেশে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে।
 

শিক্ষক নেতাদের ভাষ্য, দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকায় এসে সমাবেশে যোগ দিয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন। আজিজী বলেন, “যদি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হয়, আমরা এখান থেকেই লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করব।”
 

এর আগে, গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ করেছিল সংগঠনটি। তখন তারা সর্বজনীন বদলি চালু ও ভাতা বৃদ্ধির দাবিতে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধদিবস ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করে এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলন আয়োজন করেছিল।
 

শিক্ষক-কর্মচারীরা বলছেন, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তাদের ন্যায্য দাবি, যা দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]