প্রোস্টেট ক্যান্সারে রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০১:১৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০১:১৯:২৪ অপরাহ্ন

প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার বাইডেনের মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
 

মুখপাত্র জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাইডেন বর্তমানে নিয়মিত রেডিয়েশন ও হরমোনভিত্তিক চিকিৎসা নিচ্ছেন। আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, প্রোস্টেট ক্যান্সার যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সার।
 

৮২ বছর বয়সী বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয় গত মে মাসে। তার দপ্তর জানিয়েছিল, ক্যান্সারটি হাড়েও ছড়িয়ে পড়েছে। চিকিৎসা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাইডেনের গ্লিসন স্কোর ৯, যা প্রোস্টেট ক্যান্সারের সবচেয়ে আগ্রাসী ধরনগুলোর মধ্যে পড়ে। তবে রোগটি হরমোন-সংবেদনশীল, অর্থাৎ হরমোন থেরাপিতে ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।
 

ক্যান্সার শনাক্তের পর বাইডেন এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছিলেন, “ক্যান্সার আমাদের সবাইকে কোনো না কোনোভাবে ছুঁয়ে যায়। জিল ও আমি শিখেছি—সবচেয়ে ভঙ্গুর সময়েই আমরা সবচেয়ে শক্তিশালী হয়ে উঠি।”
 

উল্লেখযোগ্য যে, বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন ২০১৫ সালে ক্যান্সারে মারা যান। গত বছর সেপ্টেম্বরে বাইডেনের মাথার তালুর ত্বকে থাকা ক্যান্সার অপসারণে মোহস সার্জারি করা হয়েছিল, যা একটি সূক্ষ্ম অস্ত্রোপচার পদ্ধতি; এতে ক্যান্সারযুক্ত কোষ অপসারণের সময় আশপাশের স্বাভাবিক টিস্যু অক্ষুণ্ণ রাখা হয়।
 

বাইডেন আগামী মাসে ৮৩ বছর পূর্ণ করবেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]