রাজধানীতে গুলি করে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই, যুবক গুলিবিদ্ধ

আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:৫২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:৫২:০১ অপরাহ্ন

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় গভীর রাতে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বনশ্রী নন্দীপাড়া তিতাস রোডে এ ঘটনা ঘটে।
 

গুলিবিদ্ধ যুবকের নাম মো. নাফিজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
 

ভুক্তভোগীর বাবা আবু বক্কর সিদ্দিক জানান, “আমার ছেলে যাত্রাবাড়ী থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিল। পথে তিনজন যুবক তার গতিরোধ করে টাকা, দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা তার পায়ে গুলি করে সবকিছু নিয়ে পালিয়ে যায়।”
 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারীরা তার কাছ থেকে দুটি মোবাইল, টাকা এবং মোটরসাইকেল নিয়ে গেছে। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]