জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বান্দরবানে জামায়াতের স্মারকলিপি

আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:৪৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:৪৬:৩১ অপরাহ্ন

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ এবং ‘২৪ জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বান্দরবান জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে।
 

রোববার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়।
 

জেলা জামায়াতের আমির মাওলানা আবদুস ছালাম আজাদ বলেন, “জাতীয় পার্টি ও ১৪ দল বিদেশি প্রভুদের দালাল। এদের দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া যাবে না। জনগণ চায় তাদের রাজনীতি নিষিদ্ধ হোক।”
 

তিনি আরও বলেন, “২৪ জুলাইয়ের আন্দোলন ছিল গণমানুষের স্বতঃস্ফূর্ত বিপ্লব। এ সনদ বাস্তবায়ন না হলে দেশ আবার অন্ধকারের দিকে যাবে। যারা অন্যায়ের সহযোগী ছিল, তাদের বিচার অবশ্যই হতে হবে।”
 

স্মারকলিপির পাঁচ দফা দাবি:

  • ২৪ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
  •  জাতীয় নির্বাচনে অনুপাতভিত্তিক (পিআর) প্রক্রিয়া চালু।
  •  অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
  •  ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত।
  •  ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।
  •  

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, অ্যাডভোকেট মো. আবুল কালাম, মো. সোলাইমান, মো. শাহনেওয়াজ ও সাবেক কাউন্সিলর মো. আলি প্রমুখ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]