ভেনিজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের সর্ববৃহৎ সামরিক উপস্থিতি

আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:০১:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:০১:১৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র “Counter-Narcotics Operation” নামে একটি বৃহৎ সামরিক অভিযান শুরু করেছে, যা গত ৩০ বছরে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। এই পদক্ষেপ বিশ্লেষকদের মতে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর রাজনৈতিক ও কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে।
 
সমুদ্রে মোতায়েন করা হয়েছে Iwo Jima Amphibious Group সহ ৩টি জাহাজ ও ৪,৫০০ সেনার ২২তম মেরিন ইউনিট, ডেস্ট্রয়ার (USS Jason Dunham, USS Gravely, USS Stockdale), ক্রুজার USS Lake Erie, লিটোরাল কমব্যাট শিপ USS Minneapolis–St. Paul এবং সাবমেরিন USS Newport News। এছাড়া স্পেশাল অপস শিপ MV Ocean Traderও সক্রিয় রয়েছে।
 
আকাশে মোতায়েন করা হয়েছে ১০টি F-35 যুদ্ধবিমান ও MQ-9 Reaper ড্রোন, পুয়ের্তো রিকো ঘাঁটিতে স্থাপিত, এবং P-8 Poseidon বিমান ভেনিজুয়েলার উপকূলে টহলে রয়েছে। ক্যারিয়ার জাহাজে প্রস্তুত রয়েছে Harrier, Osprey ও Seahawk হেলিকপ্টার।
 
স্থলে, ২২তম মেরিন ইউনিট লাইভ-ফায়ার মহড়া পরিচালনা করছে কারাকাস উপকূলে, স্পেশাল অপস ও রেঞ্জার ইউনিট সতর্ক অবস্থায়, এবং ৮২তম এয়ারবর্ন ডিভিশন দ্রুত মোতায়েনের জন্য প্রস্তুত।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]