মিশরে দুর্ঘটনায় কাতারের চার কূটনীতিক নিহত

আপলোড সময় : ১২-১০-২০২৫ ১১:১১:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ১১:১১:৪২ পূর্বাহ্ন
মিশরের শার্ম এল-শেখে একটি গাড়ি দুর্ঘটনায় কাতারের চারজন কূটনীতিক নিহত হয়েছেন। তারা কাতারি প্রধানমন্ত্রীকে বহনকারী কাফেলার সঙ্গে থাকা গাড়িতে ছিলেন। দুর্ঘটনার ফলে আরও দু’জন আহত হয়েছেন এবং বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।
 
মৃতদের মধ্যে রয়েছেন— আবদুল্লাহ বিন ঘানেম আল খাইরিন, হাসান আল জাবের, সৌদ বিন থামার আল থানি, এবং আবদুল্লাহ বিন ইসা আল কুওয়ারি। মিশর ও কাতারের গণমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনা গাড়িটি উল্টে যাওয়ার কারণে সংঘটিত হয়।
 
আঞ্চলিক কূটনৈতিক মহল এই দুর্ঘটনাকে গভীরভাবে শোকজ্ঞাপন করেছে। কাতারের দূতাবাস ইতোমধ্যে নিহতদের লাশ দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং আহতদের চিকিৎসা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। ঘটনাস্থলে মিশরের নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত পৌঁছেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]