
মিশরের শার্ম এল-শেখে সড়ক দুর্ঘটনায় কাতারের আমিরি দিওয়ানের তিনজন কর্মকর্তা নিহত হয়েছেন। কাতার দূতাবাস জানিয়েছে, নিহতরা সরকারি দায়িত্বে ছিলেন এবং কেউই কূটনীতিক ছিলেন না।
দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন। দূতাবাস জানিয়েছে, নিহতদের লাশ এবং আহতদের দোহা দেশে পাঠানো হবে। প্রাথমিকভাবে এ দুর্ঘটনা সড়ক পরিস্থিতি বা অন্য আনুষ্ঠানিক কারণে ঘটতে পারে।