মিশরে গাজা সম্মেলন: ট্রাম্প আয়োজন, নেতানিয়াহু থাকছেন না

আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:০৮:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:০৮:২৭ পূর্বাহ্ন
আগামী সপ্তাহে মিসরে গাজা ইস্যু নিয়ে আন্তর্জাতিক নেতাদের সম্মেলন আয়োজন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউরোপ ও আরব বিশ্বের শীর্ষ নেতারা বা তাদের প্রতিনিধি অংশ নেবেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সম্মেলনে অংশ নেবেন না।
 
সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সম্মেলনের মূল উদ্দেশ্য হলো গাজায় চলমান সঙ্কট সমাধানে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক শক্তির সমন্বয় এবং শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। ইসরায়েলের অনুপস্থিতি সত্ত্বেও বৈঠকে রাজনৈতিক ও কূটনৈতিক সংলাপ জোরদার করা হবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]