ডিজিটাল স্বাধীনতার অবসান নিয়ে জন্মদিনে আবেগঘন বার্তা পাভেল দুরভের

আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:০৬:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:০৬:১২ পূর্বাহ্ন
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভ তার ৪১তম জন্মদিনে এক আবেগঘন বার্তায় সতর্ক করেছেন—ডিজিটাল দুনিয়ার স্বাধীনতা দ্রুত বিলুপ্তির পথে। নিজের জন্মদিনে কোনো উৎসব না করার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, “আমাদের প্রজন্ম সেই শেষ প্রজন্ম হতে পারে যারা প্রকৃত স্বাধীনতা ভোগ করেছিল—কিন্তু নিজেরাই তা হারাতে দিয়েছে।”
 
দুরভের মতে, একসময় মুক্ত তথ্য বিনিময়ের প্রতিশ্রুতি নিয়ে গড়ে ওঠা ইন্টারনেট আজ রূপ নিয়েছে নজরদারি ও নিয়ন্ত্রণের হাতিয়ারে। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যে ডিজিটাল আইডি, অস্ট্রেলিয়ায় অনলাইন বয়স যাচাই, এবং ইউরোপে ব্যক্তিগত বার্তা স্ক্যানের মতো আইন আজ ব্যক্তিগত স্বাধীনতাকে বিপন্ন করছে।
 
তিনি আরও বলেন, যেসব ব্যক্তি সরকার বা নীতির সমালোচনা করছে তাদের শাস্তি দেওয়া হচ্ছে; যুক্তরাজ্যে অনেক মানুষ টুইটের জন্য কারাগারে, আর ফ্রান্সে স্বাধীনতা ও প্রাইভেসি রক্ষাকারী প্রযুক্তি উদ্যোক্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
 
দুরভ সতর্ক করে বলেন, “আমরা যদি এখনই না জাগি, তবে ইতিহাস আমাদের স্মরণ করবে সেই প্রজন্ম হিসেবে—যারা নিজেদের স্বাধীনতা, প্রাইভেসি ও নৈতিকতার পতন ঘটতে দেখেছে, অথচ কিছুই করেনি।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]