বুরকিনা ফাসোতে মার্কিন ভিসা সেবা স্থগিত, নিরাপত্তা উদ্বেগে সিদ্ধান্ত

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৯:৫১:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৯:৫১:০২ পূর্বাহ্ন
 
বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সাময়িকভাবে অধিকাংশ ভিসা সেবা স্থগিত করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক প্রশাসনিক জটিলতা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
তবে দূতাবাসের জরুরি সেবা, মানবিক ভিসা প্রদান এবং মার্কিন নাগরিকদের জন্য সহায়তা কার্যক্রম আগের মতোই চালু থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
 
অধিকতর নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে বুরকিনা ফাসোতে নিরাপত্তা হুমকি বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র এ ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]