
দীর্ঘ বিরতির পর ভারত ও আফগানিস্তানের তালেবান সরকারের সম্পর্ক স্বাভাবিকতার পথে এগোচ্ছে। কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে—যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বড় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
ভারত ইতিমধ্যেই আফগানিস্তানে ২০টি অ্যাম্বুলেন্স, উন্নত মানের এমআরআই ও সিটি স্ক্যান মেশিন, খাদ্য ও ওষুধ সহায়তা পাঠিয়েছে। পাশাপাশি, আফগান নাগরিকদের জন্য শিক্ষা, ব্যবসা ও চিকিৎসা ভিসা সুবিধাও বাড়ানো হয়েছে।
দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় বাণিজ্য, পানি ও খনিজ সম্পদ খাতে নতুন সহযোগিতা প্রকল্পের ঘোষণা এসেছে।
কূটনৈতিক সূত্র জানায়, উভয়পক্ষই সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার এবং “আফগান ভূখণ্ড যেন কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়”—সে বিষয়ে একমত হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভারসাম্যে নতুন এক বাস্তবতার সূচনা করছে।