ফিলিস্তিনি বংশোদ্ভূত বিজ্ঞানী ওমর ইয়াঘির হাতে নোবেল রসায়ন পুরস্কার

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৯:১৮:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৯:১৮:২৫ পূর্বাহ্ন
২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেছেন তিনজন বিজ্ঞানী, যার মধ্যে আছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত বিশিষ্ট রসায়নবিদ ওমর ইয়াঘি। গাজার আল-মাসমিয়া অঞ্চলে জন্ম নেওয়া এই বিজ্ঞানী শৈশব কাটিয়েছেন জর্ডানের একটি শরণার্থী শিবিরে, সেখান থেকেই শুরু তাঁর অনুপ্রেরণার যাত্রা।
 
বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক হিসেবে কর্মরত। ওমর ইয়াঘি জর্ডান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব—এই তিন দেশের নাগরিকত্ব ধারণ করেন।
 
তাঁর বৈপ্লবিক গবেষণা মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOFs) এবং কোভ্যালেন্ট অর্গানিক ফ্রেমওয়ার্ক (COFs) নিয়ে, যা পানির আহরণ, শক্তি সংরক্ষণ ও পরিবেশবান্ধব রাসায়নিক ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।
 
বিশ্বজুড়ে বিজ্ঞানী ও মানবাধিকারকর্মীরা এই অর্জনকে শুধু রসায়ন জগতের নয়, বরং শরণার্থী ও ফিলিস্তিনি জনগণের জন্য এক বিশাল অনুপ্রেরণার প্রতীক হিসেবে দেখছেন।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]