জামায়াত সরকারে এলে শিক্ষাব্যবস্থায় কর্মমুখী সংস্কার ও নৈতিক ভিত্তির অঙ্গীকার ডা. শফিকুর রহমানের

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৪:২৭:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৪:২৭:২৯ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামী দেশের শিক্ষাব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার অঙ্গীকার করেছে। দলীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে যদি জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে, তবে দেশের শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী ও নৈতিকতাভিত্তিকভাবে পুনর্গঠন করা হবে যাতে শিক্ষার্থীরা সমাজ ও কর্মক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়।
 

শনিবার সন্ধ্যায় রাজধানীর সেনপাড়া এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ঢাকা-১৫ আসনে অনুষ্ঠিত ওই সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানা শাখা।
 

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে, যাতে তারা বিদেশে সম্মানের সঙ্গে ভালো আয় করতে পারেন। নগরায়নের সমস্যাগুলোর কথা উল্লেখ করে তিনি জানান, রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ এবং চাঁদাবাজ ও অনিয়মকারীদের দমন করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
 

তিনি আরও বলেন, যেভাবে কোরআন ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে মসজিদে শান্তি প্রতিষ্ঠিত হয়, তেমনি সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে এ শিক্ষাগুলো বাস্তবায়ন করতে পারলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ন্যায়ভিত্তিক শাসন ও উন্নয়ন নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে ডা. শফিকুর রহমানকে বিজয়ী করা ঈমানি দায়িত্ব।
 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। সভায় আরও উপস্থিত ছিলেন কাফরুল পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমির আতিক হাসান রায়হান, মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহীন, কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিম, জোন টিম সদস্য জসিম উদ্দিন ও শ্রমিক নেতা মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 

অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমান বায়তুল ক্বারার মসজিদে মাগরিব এবং সেনপাড়া জামে মসজিদে এশার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে স্থানীয় নেতাদের সঙ্গে গণসংযোগে অংশ নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনি মিছিলে নেতৃত্ব দেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]