
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মেজর জেনারেল কবির যাতে অবৈধভাবে বিদেশে চলে যেতে না পারেন, সে বিষয়ে সতর্কতা ও নজরদারি অব্যাহত রয়েছে। শনিবার (১১ অক্টোবর) ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এই তথ্য জানান। তিনি বলেন, গুমের শিকার প্রতিটি পরিবারের প্রতি সেনাবাহিনী গভীর সহমর্মিতা প্রকাশ করছে এবং সকল ধরনের অপরাধের বিচারের পক্ষে কঠোর অবস্থানে রয়েছে।
ব্রিফিংয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, অভিযুক্ত মেজর জেনারেল কবির অনুমতি ছাড়া অবৈধভাবে ছুটিতে গেছেন। ইতোমধ্যে বিমানবন্দরসহ প্রাসঙ্গিক স্থানে নির্দেশ দেওয়া হয়েছে যেন তিনি দেশ ত্যাগ করতে না পারেন। সেনাবাহিনীর দায়িত্বকালীন সময়ে অভিযুক্ত কর্মকর্তারা কোনো অপরাধে যুক্ত ছিলেন না; কিন্তু অন্যান্য বাহিনীতে দায়িত্ব পালনের সময় কিছু অনিয়মের অভিযোগ উঠেছে।
তিনি আরও বলেন, ওয়ারেন্ট জারি সংক্রান্ত বিষয়ে আইনি ব্যাখ্যা প্রয়োজন, এবং আসন্ন ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার ক্ষেত্রে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট—জনস্বার্থে সকল অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।