
মসজিদে নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস তৈরি ও তরুণদের ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে মানিকগঞ্জ পৌরসভার বাইতুল হামদ জামে মসজিদ ৪০ দিন ধারাবাহিকভাবে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজে অংশ নেওয়া কিশোরদের বাইসাইকেল উপহার দিয়েছে। শনিবার (১১ অক্টোবর) জোহরের নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে নির্বাচিত কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা তাদের আনন্দ ও প্রেরণায় রূপ নিয়েছে।
প্রসঙ্গত, মসজিদের সভাপতি গালিবুর রহমান জানিয়েছেন, কিশোরদের ধর্মীয় দায়িত্ব পালনে ধারাবাহিকতা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যারা নিয়মিত জামাতে অংশ নিয়েছে, তাদের মধ্য থেকে নির্বাচন করে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজনে মসজিদ কমিটি আনন্দিত।
এছাড়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান মারুফ বলেন, মূল লক্ষ্য হলো তরুণদের মসজিদমুখী করে প্রতিদিন নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা। বাইসাইকেল উপহার একদিকে যেমন কিশোরদের জন্য উৎসাহের মাধ্যম, তেমনি মুসল্লি সংখ্যা বৃদ্ধিতেও সহায়ক হবে।
উপহার গ্রহণের পর কিশোরদের মুখে ছিল উচ্ছ্বাসের ঝিলিক। তারা জানিয়েছে, ভবিষ্যতেও নিয়মিত জামাতে অংশ নেওয়ার অঙ্গীকার রয়েছে তাদের। পাশাপাশি, এই পুরস্কার পেয়ে তারা অনুপ্রাণিত এবং আশা করছে এটি অন্য কিশোরদেরও আদর্শ হিসেবে কাজ করবে।