
চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে এক কনসার্ট চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি চালায়, এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিইসি কনভেনশন হলের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, হোন্ডা কর্তৃক আয়োজিত কনসার্টে সন্ধ্যার পর জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল মঞ্চে উঠলে পরিবেশ ছিল আনন্দমুখর। তবে দুইটি গান পরিবেশনের পর দলটি হঠাৎ গান বন্ধ করলে সামনের সারিতে থাকা কয়েকজন যুবক ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। এতে উপস্থিত বিএনপি ঘরানার কিছু দর্শকের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়, যা মুহূর্তেই সংঘর্ষে পরিণত হয়।
একপর্যায়ে কনসার্টস্থলে ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে নিতে লাঠিচার্জসহ শর্টগান দিয়ে আট রাউন্ড গুলি ছোঁড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে মো. শরিফ (২৩), খুলশি থানার ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, শরিফ গুলিবিদ্ধ অবস্থায় আসে এবং তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
খুলশি থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা বলেন, হোন্ডার অনুষ্ঠানে কিছু তরুণ ভাঙচুর শুরু করলে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ ও শর্টগান ছোঁড়ে। পুলিশের ব্যবহৃত অস্ত্র এখন তুলনামূলক কম বিপজ্জনক বলেও জানান তিনি।
স্থানীয়দের মতে, শেখ হাসিনার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই মূল সংঘর্ষ শুরু হয়। ঘটনার পর থেকে জিইসি মোড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুরো এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।