এক চার্জেই মোবাইল চলবে ৮০ বছর, রোসাটমের নিউক্লিয়ার ব্যাটারি

আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:০১:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:০১:৪০ পূর্বাহ্ন

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের দাবি, একবার চার্জ দিলে এমন নব্য ‘নিউক্লিয়ার ব্যাটারি’ তৈরি করা সম্ভব যা মোবাইল ফোনকে ধারাবাহিকভাবে ৮০ বছর পর্যন্ত চালাতে পারবে। এই প্রযুক্তি মোবাইলের চার্জিংয়ের ধারণাকে পুরোপুরি বদলে দেবে এবং দীর্ঘজীবি, নির্ভরযোগ্য শক্তিসংগ্রহের দিগন্ত খুলে দেবে।
 

নিউক্লিয়ার ব্যাটারিটি রেডিওঅ্যাকটিভ আইসোটোপ থেকে উৎপন্ন তাপ বা বিকিরণ থেকে বিদ্যুৎ উৎপন্ন করবে, ফলে কোনো বাইরের চার্জারের প্রয়োজন থাকবে না। এমন সিস্টেমে বিদ্যুৎ বিভ্রাটের ভয়ও থাকবে না। রোসাটমের প্রথম ডেপুটি ডিরেক্টর জেনারেল কিরিল কোমারভ বলেন, এটি শুধু মোবাইলে নয়, মহাকাশ মিশন, আর্কটিক অঞ্চল বা দূরবর্তী সেন্সরেও ব্যবহার উপযোগী প্রযুক্তি।
 

রোসাটম এই প্রকল্পকে নতুন কোনো অভিসন্ধি হিসেবে না দেখে প্রযুক্তির প্রমাণিত দিকগুলোর নতুন প্রয়োগ হিসেবে বিবেচনা করছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রযুক্তি থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা এখন উচ্চ-শক্তির কার্বন ফাইবার উন্নয়ন করেছে, যা আধুনিক বিমান, জাহাজ ও মহাকাশযানে ব্যবহৃত হচ্ছে। কোমারভ জানান, তারা পুরনো প্রযুক্তির নতুন প্রয়োগ খোঁজার মাধ্যমে ভবিষ্যৎ শক্তি সমাধানে কাজ করছে।
 

গভীর মহাকাশ গবেষণায় নিউক্লিয়ার শক্তিই একমাত্র কার্যকর সমাধান বলে উল্লেখ করে কোমারভ বলেন, একটি ছোট ইউরেনিয়াম পেলেটের শক্তি প্রায় ৪০০ কেজি কয়লার সমান, যা মহাকাশযানের প্রপালশনের জন্য অপরিহার্য। রাশিয়া ইতিমধ্যেই চাঁদে পারমাণবিক শক্তিচালিত ইনস্টলেশন এবং গভীর মহাকাশযানের প্রপালশন সিস্টেম তৈরির জাতীয় প্রকল্প হাতে নিয়েছে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]