রাশিয়ায় মিগ-৩১ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট দুইজনই নিরাপদ

আপলোড সময় : ১১-১০-২০২৫ ১১:৪৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ১১:৪৩:১৬ অপরাহ্ন
রাশিয়ার একটি মিগ-৩১ যুদ্ধবিমান প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনার পর উভয় পাইলট সময়মতো ইজেক্ট করে নিরাপদে অবতরণ করেছেন বলে জানানো হয়েছে।
 
রুশ সামরিক বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বিমানের ধ্বংসাবশেষ দ্রুত শনাক্ত করা হয়েছে এবং ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। তবে ঠিক কোন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
 
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। সামরিক সূত্র বলছে, মিগ-৩১ যুদ্ধবিমানগুলো রাশিয়ার উচ্চগতির প্রতিরক্ষা সক্ষমতার অন্যতম প্রধান অংশ, যা প্রায়ই প্রশিক্ষণ ও টহল মিশনে ব্যবহৃত হয়।
 
ঘটনাটি রাশিয়ার সামরিক বিমান চলাচল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, যদিও কর্তৃপক্ষ বলছে—প্রশিক্ষণ কার্যক্রম স্বাভাবিকভাবেই অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]