চুক্তি ভেঙে দুই ফিলিস্তিনি চিকিৎসককে মুক্তি দিতে অস্বীকৃতি ইসরায়েলের

আপলোড সময় : ১১-১০-২০২৫ ১১:১৬:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ১১:১৬:৫৯ অপরাহ্ন
চলমান বন্দি বিনিময় চুক্তির আওতায় থাকা সত্ত্বেও দুই প্রখ্যাত ফিলিস্তিনি চিকিৎসককে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। এরা হলেন কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হুসাম আবু সাফিয়া এবং আবু ইউসুফ আল-নাজ্জার হাসপাতালের পরিচালক ড. মারওয়ান আল-হামস।
 
মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, গত ২৭ ডিসেম্বর গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে ড. হুসাম আবু সাফিয়াকে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। অন্যদিকে, ২১ জুলাই সিভিলিয়ান ছদ্মবেশে চারজন ইসরায়েলি আন্ডারকভার এজেন্ট ড. মারওয়ান আল-হামসকে অপহরণ করে নিয়ে যায়।
 
চিকিৎসকদের এই আটক অব্যাহত রাখাকে আন্তর্জাতিক আইন ও যুদ্ধকালীন মানবিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]