
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পিছিয়ে ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত তারিখ ছিল ১৫ অক্টোবর বুধবার।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে জাতীয় ঐক্য ও নতুন রাজনৈতিক দিকনির্দেশনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।