
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং আগামী দিনে তা আরও উন্নত হবে।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গোৎসবে প্রায় ৭০০ স্থানে ধর্মীয় অবমাননাসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর জিডি করা হয়েছে, মামলাও চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডি, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ অন্যান্য অতিথিরা।