ব্রাহ্মণবাড়িয়ার কাইজলা বিলে টর্নেডো, কোনো ক্ষয়ক্ষতি হয়নি

আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৯:৪৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৯:৪৬:০৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাইজলা বিলে টর্নেডো বয়ে গেছে। হঠাৎ আকাশ ঘন মেঘে ঢেকে গেলে বিকেলেই এ প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে পাঘাচং এলাকার আকাশে ভূমি থেকে ঊর্ধ্বমুখী ঘূর্ণিবায়ুর সৃষ্টি হয়। হঠাৎ টর্নেডোর ঘূর্ণি দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ মোবাইল ফোনে মুহূর্তটির ভিডিও ধারণ করেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে আবহাওয়া হঠাৎ পরিবর্তন হয়। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলে মুহূর্তেই কাইজলা বিলে টর্নেডোর সৃষ্টি হয়।
 

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থল সদর উপজেলার অংশে পড়েছে। টর্নেডো হলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]