তুরস্কের সহায়তায় ইসরায়েল কারাগার থেকে শহিদুল আলমকে মুক্তির চেষ্টা করছে বাংলাদেশ

আপলোড সময় : ১০-১০-২০২৫ ১১:১২:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৫ ১১:২৩:৪৯ পূর্বাহ্ন

ইসরায়েলে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তিতে তুরস্কের সহায়তায় সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশ সরকার। শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কের উদ্যোগে শহিদুল আলমকে মুক্ত করার প্রচেষ্টা চলছে এবং আজই তাকে বিশেষ বিমানে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে তুর্কি কর্তৃপক্ষ এখনো শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

সরকারি সূত্র জানায়, শহিদুল আলমকে ইসরায়েলি কর্তৃপক্ষ অবৈধভাবে আটক করার পর বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগের নির্দেশ দেয়। দূতাবাসগুলো বর্তমানে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর গাজা অভিমুখী মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন–এর সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’ (Conscience) আটক করে ইসরায়েলি বাহিনী। ওই জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ মোট ৯৩ জন মানবাধিকারকর্মী। তাদের সবাইকে আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]