রাশিয়া-ভেনেজুয়েলা জোটে নতুন উত্তেজনা, মার্কিন সামরিক উপস্থিতিতে ক্ষুব্ধ ইরান ও লাতিন আমেরিকা

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:৫২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৭:৫২:৩২ অপরাহ্ন
ভেনেজুয়েলা ও রাশিয়ার মধ্যে দশ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় টেলিভিশনে জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে তিনি এই চুক্তির নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। গত মে মাসে মস্কো ও কারাকাসের মধ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয় এবং এখন তা কার্যকর হওয়ার পথে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কারাকাসে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই মেলিক বাগদাসারভ। তিনি বলেন, ভেনেজুয়েলা একটি ন্যায্য ও বহুমেরু বিশ্বব্যবস্থা গঠনে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
 
এদিকে, ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি জেনেভায় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের নিন্দা জানান। তিনি বলেন, ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন যুদ্ধ নৌবহর ও পারমাণবিক সাবমেরিন মোতায়েন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং ভেনেজুয়েলার রাজনৈতিক স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার জন্য সরাসরি হুমকি।
 
শুধু ইরানই নয়, প্রতিবেশী কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীও মার্কিন সামরিক উপস্থিতিকে ক্যারিবিয়ান অঞ্চলের সব দেশের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন। তার মতে, ওয়াশিংটনের একতরফা নীতি পুরো লাতিন আমেরিকায় অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে।
 
এদিকে, কারাকাসে জাতিসংঘ কার্যালয়ের সামনে হাজারো ভেনেজুয়েলিয়ান নাগরিক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে মার্কিন ষড়যন্ত্র ও হুমকি বন্ধের দাবি জানিয়েছেন। তারা স্লোগান দেন—“আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই।” বিশ্লেষকরা বলছেন, একদিকে রাশিয়ার সঙ্গে গভীরতর কৌশলগত জোট এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা ভেনেজুয়েলাকে নতুন এক ভূ-রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রে দাঁড় করিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]