
রাজধানীর তেজগাঁও খ্রিস্টান মিশনারি চার্চের (জপমালা রাণী গির্জা) মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তেজকুনিপাড়া এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মোটরসাইকেলযোগে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গির্জার মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে প্রায় ১০ মিটার দূরে প্যাকেটে মোড়ানো অবস্থায় আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।