
সামাজিক ন্যায়বিচার ও আখিরাতের সাফল্যের লক্ষ্যে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের প্রকৃত কল্যাণ ও মুক্তি অর্জন সম্ভব কেবল ইসলামী মূল্যবোধে পরিচালিত নীতি অনুসরণের মাধ্যমে।
বুধবার (৮ অক্টোবর) সকালে রাজশাহী জেলার মুন্ডমালা পৌরসভা জামায়াত আয়োজিত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেন, রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামকে উপেক্ষা করার ফলেই সমাজে অশান্তি ও অনিয়ম বৃদ্ধি পেয়েছে। তার মতে, আল্লাহর আইনেই নিহিত রয়েছে সকল নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচারের নিশ্চয়তা।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণকে এমন প্রার্থী নির্বাচন করতে হবে যারা কুরআনের আইন ও ইসলামী বিধানের প্রতিষ্ঠায় বিশ্বাসী। তা না হলে দেশ উন্নয়নের ধারায় পিছিয়ে পড়বে। এজন্য পাড়া-মহল্লায় গণসচেতনতা গড়ে তোলা এবং সৎ, যোগ্য ও আমানতদার প্রার্থীদের পক্ষে প্রচার চালানোর আহ্বান জানান তিনি।
অধ্যাপক মুজিবুর রহমান আরও উল্লেখ করেন, সমাজে কুরআনের আইন প্রচারের দায়িত্ব প্রতিটি নাগরিকের, বিশেষ করে স্থানীয় দায়িত্বশীল কমিটির সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে ইসলামী দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পৌর আমির অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা নায়েবে আমির মো. মইনুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ডা. মো. ওবায়দুল্লাহ, উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, উপজেলা নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, তানোর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রহিম ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল কাদেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।