বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করলো বাহরাইন

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৪:১২:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৪:১২:২৮ পূর্বাহ্ন

বাহরাইনের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বাহরাইনে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন। ৭ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত এসব বৈঠকে তিনি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি বিশেষজ্ঞ ও মেডিক্যাল টেকনিশিয়ানসহ দক্ষ জনশক্তি পাঠানোর প্রস্তাব দেন। এছাড়া তিনি দ্রুত ফ্যামিলি ভিসা চালুর অনুরোধ এবং দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
 

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রী শেখ রাশীদ বিন আব্দুল্লাহ আল খালিফা, শ্রম ও আইন মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্ম মন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দার সঙ্গে পৃথক বৈঠকে ড. আসিফ নজরুল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতার বিষয় তুলে ধরে শ্রমবাজার বিস্তারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
 

বাহরাইনের মন্ত্রীরা প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে সফরের জন্য ধন্যবাদ জানিয়ে তার প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। মন্ত্রীরা জানান, সংশ্লিষ্ট বিভাগসমূহের সঙ্গে আলোচনা করে শ্রমবাজার ও ভিসা সংক্রান্ত প্রস্তাবের দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। বৈঠকে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এনডিসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারিরাও উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]