বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে গণমিছিল ও স্মারকলিপি কর্মসূচি ঘোষণা

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০২:৫৩:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০২:৫৩:৩৬ পূর্বাহ্ন

আগামী ১০ অক্টোবর দেশব্যাপী গণমিছিল ও ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি জানায়, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পাঁচ দফা গণদাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।
 

বুধবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী বরাবরই অবাধ, সুষ্ঠু ও ভয়ের মুক্ত পরিবেশে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার এখনো সেই দাবি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় জনগণের ন্যায্য অধিকার রক্ষায় আন্দোলন আরও জোরদার করার বিকল্প থাকবে না বলে তিনি মন্তব্য করেন।
 

তিনি আরও জানান, দ্বিতীয় দফায় ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১০ অক্টোবর রাজধানীসহ সব বিভাগীয় শহরে হবে গণমিছিল এবং ১২ অক্টোবর দেশের প্রতিটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। অধ্যাপক পরওয়ার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিকে সফল করতে আহ্বান জানান এবং বলেন, ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]