
দেশে আবারও ইতিহাস গড়লো স্বর্ণের দাম। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি মূল্য এক লাফে ৬ হাজার ৯০৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ১০০ টাকায়—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের ওঠানামা বিবেচনা করেই নতুন দর নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণের দাম বৃদ্ধির পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা। নতুন দর কার্যকরের ফলে প্রতিটি মানের স্বর্ণের দামই বৃদ্ধি পাবে।
রুপার ক্ষেত্রেও দেখা গেছে বৃদ্ধি। ২২ ক্যারেট রুপার এক ভরি দাম এখন ৪ হাজার ৯৮০ টাকা, যা আগে ছিল ৪ হাজার ৬৫৮ টাকা। একইভাবে ২১ ক্যারেটের রুপা বেড়ে হয়েছে ৪ হাজার ৪৪৫ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৮০৫ টাকা এবং সনাতন রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক স্বর্ণবাজারে সাম্প্রতিক অস্থিরতা এবং ডলার-টাকার বিনিময় হার পরিবর্তনের প্রভাবেই স্থানীয় বাজারে এমন দামবৃদ্ধি দেখা যাচ্ছে।