যুক্তরাজ্যে চীনা ইলেকট্রিক গাড়ির বাজার বিস্তার, বিক্রি বেড়েছে ৮৮০%

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০২:২১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০২:২১:৩৬ অপরাহ্ন
 

চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি জানিয়েছে, যুক্তরাজ্যে তাদের গাড়ির বিক্রি ৮৮০% বৃদ্ধি পেয়েছে, যা তাদের জন্য দেশের বাইরে সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে। গত মাসে তারা যুক্তরাজ্যে ১১,২৭১টি গাড়ি বিক্রি করেছে, যার বেশিরভাগই ছিল সিল-ইউ মডেলের প্লাগ-ইন হাইব্রিড এসইউভি। গাড়ির বিক্রির এই বড় বৃদ্ধি মূলত যুক্তরাজ্যে ইলেকট্রিক গাড়ির চাহিদার প্রখর বৃদ্ধির কারণে হয়েছে।
 

ব্রিটিশ মোটর শিল্প সংস্থা সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স (এসএমএমটি) জানায়, গত মাসে যুক্তরাজ্যে ইলেকট্রিক গাড়ির বিক্রি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুধুমাত্র ব্যাটারি চালিত গাড়ির বিক্রি প্রায় ৭৩,০০০ ইউনিট হয়েছে। প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
 

এই তথ্য যুক্তরাজ্যের পরিবহণ খাতে বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ ও গ্রহণযোগ্যতার দ্রুত বৃদ্ধিকে নির্দেশ করে, যা ভোক্তাদের পরিবেশবান্ধব বিকল্পের প্রতি ঝোঁককে তুলে ধরে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]