বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক শুধুমাত্র ধর্মীয় বন্ধনে সীমাবদ্ধ নয়, বরং পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এক দীর্ঘমেয়াদি বন্ধুত্ব— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, “এই চেম্বারের প্রতিষ্ঠা দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।” তিনি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশের বন্দর, বিদ্যুৎ, জ্বালানি ও মেগা প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান এবং আশ্বাস দেন যে সরকার একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পর এসে এমন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংগঠনের যাত্রা সত্যিই আশাব্যঞ্জক।”
চেম্বারের উদ্বোধনী আয়োজনে সৌদি প্রতিনিধি দলের ২০ জন সদস্যসহ দুই দেশের শতাধিক ব্যবসায়ী, কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।